Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

                                     উপজেলা যুব উন্নযন কর্মকর্তার কার্যালয়

                                             গোদাগাড়ী, রাজশাহী ।

                                        ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কর্মকাণ্ডের বিবরণ



ক্রমিক নং

কর্মসুচীর নাম

বিবরণ

মন্তব্য

০১

(ক) ঋণ কর্মসূচী

(গ্রম্নপ) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচী

ঋণ বিতরন = ৬,০২,১৬,০০০/-

ঋন আদায়  = ৫,৮৫,৬৮,৩৪৪/-

ঋণী সংখ্যা  ৭২৫২ জন ।

আদায়ের হার  ৯৮% ।


০২

(খ) ঋণ কর্মসূচী  ( আত্নকর্মসংস্থান )

ঋণ বিতরন = ৩,৩৭,৪৯,০০০/-

ঋন আদায়  = ৩,০০,১৮,২৮৭

ঋণী সংখ্যা     ৭৭২ জন ।

আদায়ের হার   ৯৭ %


০৩

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচী

স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে ৭ দিন/১৪ দিন/২১ দিন অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় । ২০২২-২০২৩ অর্থবছরে যুবক ও যুব নারী ২১০ জন প্রশিক্ষণ প্রদান করা হয । ক্রমপুঞ্জিন প্রশিক্ষণ ৬৩৪৯ জন ।


০৪

ন্যাশনাল সার্ভিস কর্মসূচী

৮৫৭ জন ০৩ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন । প্রশিক্ষণ শেষে সকলকেই ২ বছর মেয়াদী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংযুক্তি দেয়া হয়েছিল । প্রকল্পটি সমাপ্ত হয়েছে ।


০৫

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অনহুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রম্নরাল ইয়ং পিপল অব বাংলাদেশ       (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্প (কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ)

২০১৮-২০১৯ অর্থবছরে ২০ জন যুবক ও ২০ যুব নারী মোট ৪০ জন ০১ মাস মেয়াদী এবং ২০২২-২০২৩ অর্থবছরে ২০ জন যুবক ও ২০ যুব নারী মোট ৪০ জন  ০২ মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় । ক্রমপুঞ্জিন প্রশিক্ষণ ৮০ জন ।